তাঁত বাের্ডের নিয়োগ পরীক্ষা ৮ নভেম্বর
-
-
|

বাংলাদেশ তাঁত বাের্ড লোগো
বাংলাদেশ তাঁত বাের্ডের চার ক্যাটাগরির পদের স্থগিতকৃত নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে।
প্রধান (এমই), উপ-মহাব্যবস্থাপক (অপারেশন), উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং), ব্যবস্থাপক (এসসিআর/মার্কেটিং/ক্রয়) পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে (এমআইএস) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতােপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে। কোন প্রার্থী প্রবেশপত্র না পেলে আগামী ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবিসহ ‘বাংলাদেশ তাঁত বাের্ডের প্রধান কার্যালয়, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫’ হতে ডুপ্লিকেটিং প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।