পুলিশের আগেই চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করলো বাকৃবি প্রশাসন

  • বাকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের দ্রুত তৎপরতায় ২৪ ঘণ্টারও কম সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধারের আগেই বাকৃবি প্রশাসন নিজ উদ্যোগে গাড়িটি শনাক্ত করে এবং উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে আসে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক আরিফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, গত ৫ মার্চ সকাল ৯টায় মাইক্রোবাস ও টায়ার চুরির তথ্য পাওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয় এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে ডিবি পুলিশকে বিষয়টি জানানো হয় এবং নিরাপত্তাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়। রাতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পার হয়ে ময়লাকান্দি এলাকায় একটি ফিলিং স্টেশনে গাড়ির অবস্থান সম্পর্কে তথ্য পান। পরে তিনি নিরাপত্তা সুপারভাইজার, পরিবহন শাখার সুপারভাইজার, একজন চালক ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং গাড়িটি বাকৃবির বলে শনাক্ত করেন। পুলিশকে জানিয়ে রাত দেড়টায় গাড়িটি ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। তবে টায়ার ও চোর এখনো ধরা যায়নি।

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম জানান, পরিবহন শাখার এক কর্মচারীর তথ্যের ভিত্তিতে গাড়ির অবস্থান নিশ্চিত করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়িটি লক করা ও তেলের লাইন খোলা ছিল। পেছনের দরজা খুলে চাবি পাওয়া যায়, এরপর গাড়িটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৫ মার্চ ভোরে দুই ব্যক্তি, যাদের একজন বোরকা পরা ছিল, পরিবহন শাখায় ঢুকে তালা কেটে চারটি টায়ার চুরি করে। পরে প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) করে টায়ারসহ পালিয়ে যায়। চুরি যাওয়া দুটি বড় টায়ারের মূল্য ৭৫ হাজার এবং দুটি ছোট টায়ারের মূল্য ২৫ হাজার টাকা।