ঢাবিতে বসন্ত উৎসব সোমবার

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঋতুরাজ বসন্তকে উদ্‌যাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি)ষষ্ঠ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে "ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ বসন্ত উৎসব ১৪৩১"

শনিবার (২২ ফেব্রুয়ারি ) বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজন নিয়ে বিস্তারিত জানান সাংস্কৃতিক সংসদের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে, আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এস কিউ গ্রুপের এমডি ও সিইও মাহবুবুর রহমান।

আয়োজনরা জানান, গ্রামীণ লোকজ মেলা, ফানুস উৎসব এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা দিনব্যাপী এই আয়োজনকে আকর্ষণীয় করে তুলতে সেই সাথে গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথিপাঠ, কীর্তনসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন। আয়োজনের মূল লক্ষ্য হলো এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খান।তিনি বলেন, "বাংলা সংস্কৃতির গভীরতাকে তুলতে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রতি বছর আয়োজন করে 'বসন্ত উৎসব'। বাংলা সংস্কৃতির শেকড় গেঁথে যাক তরুণ প্রজন্মের ভেতরে। বাংলা সংস্কৃতিকে অন্তরে ধারণ করে আমরা বরণ করে নিচ্ছি ঋতুরাজ বসন্তকে।