জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিনম্র শ্রদ্ধার সাথে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে শহিদ দিবসের পতাকা উত্তোলন শেষে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান৷
জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, পৃথিবীর বুকে নিজের মাতৃভাষাকে পরিচিত করার জন্য মায়ের ভাষায় কথা বলার থেকেও মায়ের ভাষায় জ্ঞানচর্চা করা বেশি গুরুত্বপূর্ণ। মায়ের ভাষায় শুধু কথা বলা নয়, বরং জ্ঞানচর্চা বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে নিজের মাতৃভাষাকে পরিচিতি করার জন্য মাতৃভাষায় জ্ঞানচর্চা প্রয়োজন৷
তিনি আরও বলেন, ২১ থেকেই আমাদের ২৪ এর চেতনা পেয়েছি। আমরা একুশের চেতনা সঠিকভাবে ধারণ করতে পারিনি বলেই নব্বই এসেছে, চব্বিশ এসেছে। একুশের প্রকৃত চেতনা আমরা ধারণ করতে পারলে কখনোই আর একাত্তরের পর নব্বই, চব্বিশ দেখতে হতো না।
শহিদ দিবসের পতাকা উত্তোলন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপাচার্যের সাথে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাবি প্রেস ক্লাব, জাবি সাংবাদিক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইন্সটিটিউট, পেশাজীবী সংগঠন এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
দিবসটি উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র সন্ধ্যায় শহিদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোতিার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ মিনার, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়৷