সাগরের সাহস সাগরের সক্ষমতা সাগরের স্বদেশপ্রেম

  • মাশরুর শাকিল
  • |
  • Font increase
  • Font Decrease

-সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর

-সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশে বই পড়া আন্দোলনের পথিকৃৎ আব্দুল্লাহ আবু সায়ীদ তার ‘সংগঠন ও বাঙালি’ বইয়ে বলেছেন , 'আমাদের দেশে সংগঠন করা ঠোঁটের আগায় বিষ নিয়ে প্রতিদিন ঢোক গেলার মত।’

দীর্ঘ উপনিবেশিক শাসন আমাদের মধ্যে দাসত্বের দোষ প্রবলভাবে প্রোথিত করে। স্বাধীন বাংলাদেশী রূপে আমরা ৫৫ বছর অতিক্রম করলেও চারিত্রিকভাবে আমরা এখনো ব্যক্তিস্বার্থে অন্ধ। প্রতিষ্ঠান তৈরির জন্য যে ধরনের সামষ্টিকতা, পরার্থপরতা, ধৈর্য ও স্থর্যের প্রয়োজন হয় আমাদের মধ্যে জাতিগত ভাবে তার অভাব প্রকট । এইসব সীমাবদ্ধতাকে জয় করে আমরা যুদ্ধ করে একটি ভুখন্ড অর্জন করেছিলাম বটে। কিন্তূ সেই পুরোনো রোগ আমাদের দ্রুত ক্ষুদ্র মানুষে পরিণত করে।

বিজ্ঞাপন

আমরা স্বাধীনতা অর্জন করলেও তাকে অর্থবহ করতে পারিনি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করলেও ব্যক্তিমানুষের অপ্রতিষ্ঠানিক সমষ্টি রাজনৈতিক দলগুলোকে দ্রুত পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে। রাজনীতিতে পরিবারের আধিপত্যর ভয়ংকর ফলাফল রূপে গণতন্ত্রহীন স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটায় । ব্যক্তির আত্মসর্বস্ব চিন্তা ও কার্যক্রম অচিরেই ক্ষমতার দন্ডমুন্ডের কর্তাকে ফ্যাসিস্টে পরিণত করে ।

নিকট অতীতে বাংলা ভুখন্ডের ইতিহাস উপনিবেশিকতার হলেও দূর অতীতে তার মধ্যে একটি স্বাধীন চরিত্রের সন্ধান মিলে। বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ থেকে শুরু করে বার ভুইয়া হয়ে নবাব সিরাজদৌল্লা পর্যন্ত এমন শাসক কম ছিল না যারা দিল্লির মসনদের পুতুল শাসক না হয়ে স্বাধীন জনগণের স্বাধীন শাসক হতে চেয়েছিলেন।

বিজ্ঞাপন

সামষ্টিক বাঙালির এই চরিত্র বাঙালিকে পাকিস্তানী উপনিবেশিক শাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের সাহস জুগিয়েছিল। শেখ হাসিনার মত ফ্যাসিস্ট শাসককে গণআন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণভ্যুত্থান সফল করে পালিয়ে যেতে বাধ্য করা ঐতিহাসিক ঐ চরিত্রের বহিঃপ্রকাশ।

আমাদের সামষ্টিকক চরিত্রে প্রাতিষ্ঠানিকতা এখনো প্রবল নয়। তবে গত ৫৫ বছরে কেউ কেউ আমাদের অপ্রতিষ্ঠানিকতার বিরুদ্ধ স্রোতে একক যোগ্যতায় গুন টেনে গিয়েছেন । ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফারিদুর রেজা সাগর তাদের মধ্যে অন্যতম। আজ থেকে ২৫ বছর পূর্বে সাংস্কৃতিকভাবে শংকর একটি দেশে মাত্র ৪০ পেরোনো বয়সে তার কয়েকজন বন্ধুকে সহযোগী করে বাংলা ভাষার প্রথম বেসরকারি ডিজিটাল টেলিভিশন চ্যানেল করার সাহস দেখিয়েছিলেন।

ব্রিটেন আমেরিকা জার্মানির মত উন্নত দেশ গুলোতে ৪ জন মানুষ একত্রিত হলে একটা সংগঠন করে এবং তারা বুঝতে পারে কাকে নেতা বানাতে হবে। পরে তার নেতৃত্বে যে যার কাজ করে সংগঠনকে সফল করে। আমাদের দেশে ৪ জন মানুষ এক জায়গায় হলে একটা সংগঠন করে। দুইদিন পর সেই সংগঠন ভেঙে দুটো সংগ lঠন করে। এমন মানুষের দেশে ৭ জন বন্ধুকে নিয়ে ফরিদুর রেজা সাগর বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল উপহার দিলেন। আশ্চর্য জনক হলেও সত্য সাগর এখনো তার সক্ষমতা সাহস উদারতা ও স্বাদেশিকতা দিয়ে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই দিয়ে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতায় অবদান রেখে যাচ্ছেন।

আজ শিশু সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন। আমরা বাঙালি বাংলাদেশী হিসেবে ফরিদুর রেজা সাগরের প্রতি কৃতজ্ঞ। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ্য স্বাস্থ্য দীর্ঘজীবী হোন।

লেখক : ‘রবীন্দ্র চিন্তায় গণমাধ্যম’ বইয়ের লেখক এবং সাংবাদিক। শিভনিং ফেলো, ইউকে, ২০১৯ ট্রাষ্টি, রিডিং ক্লাব ট্রাস্ট