গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
-
-
|

গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে গৌরীপুর থানা পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের উদ্যোগে রোববার (২৯ মার্চ) গৌরীপুর থানায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়। এরপর পুলিশ সদস্যরা থানা সংলগ্ন আশেপাশের এলাকা ঘুরে খেটে খাওয়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।
রোববার রাতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন ত্রাণ বিতরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খেটে খাওয়া মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে। আমরা এরকম ৫০ জন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। সমাজের হৃদয়বান ব্যক্তিদেরও এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি।