অসহায়দের ঘরে ঘরে কক্সবাজার জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী
কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেছেন, করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আপনারা অযথা বাইরে বের হবেন না, ঘরে থাকুন, আমরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবো।
রোববার (২৯ মার্চ) দুপুরে সদরের ঝিলংজা পূর্ব লাহার পাড়ায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আপাতত প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দিচ্ছি। এ প্রক্রিয়া শুরু মাত্র। ওয়ার্ডে ওয়ার্ডে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী কোনো অসহায় দরিদ্র মানুষ কষ্টে আছে কিনা খোঁজ নিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের অনুরোধ করেন জেলা প্রশাসক।
এর আগে হোটেল মোটেল জোনে (জাম্বুর মোড়) ফায়ার সার্ভিসের সহায়তায় জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার উপস্থিত ছিলেন।