তালতলীতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চলমান করোনাভাইরাস পরিস্থিতিকে পুঁজি করে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় বরগুনার তালতলীতে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ মার্চ) দুপুরে তালতলী উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
জরিমানা করা তিন ব্যবসায়ী হলেন— আনোয়ার, বাবুল চন্দ্র শীল ও আবুল কালাম।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা জানান, তালতলী সদর বাজারে করোনাকে পুঁজি করে ৫৫ টাকার পেঁয়াজ ৬৫ টাকা করে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সচেতন করা হয়েছে যাতে ভবিষ্যতে অতিরিক্ত দামে কোন পণ্য বিক্রি না করেন।
তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করছে। ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।