ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে সরঞ্জাম বিতরণ
-
-
|

জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম বিতরণ, ছবি: সংগৃহীত
ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে প্রশিক্ষণ, হ্যান্ড গ্লাফস, জীবাণুনাশক ও জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে ৪২টি শাখা ইনচার্জদের মাঝে উপকরণগুলো বিতরণ করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
রোববার (২২মার্চ) প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক জাকির হোসেন, হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, আজাদ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা করোনায় আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।