মুক্তিযোদ্ধা জহুরুল মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
-
|

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জহুরুল মাস্টারকে দাফন করা হয়, ছবি: বার্তা২৪.কম
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা নিবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহুরুল ইসলাম মাস্টারকে (৮৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা আড়াইটার দিকে পৌর শহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উপজেলার নির্বাহী অফিসার সেজুতি ধরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জহুরুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
শিক্ষকতা থেকে অবসরে আসার পর তিনি পৌর শহরের মাছুয়াকান্দা এলাকায় বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।