গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
-
-
|

গ্রাফিক্স: বার্তা২৪.কম
গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় জসিম উদ্দিন (৬৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের পূর্ব দিকের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জসিম উপজেলার টেংড়া এমসি বাড়ি এলাকার আব্দুল মতিনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বার্তা২৪.কমকে বলেন, দুপুরে বরমী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসচাপায় ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।