পঞ্চগড়ে আড়াই লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা
-
-
|

সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন/ছবি: বার্তা২৪.কম
আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পঞ্চগড়ে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ২ লাখ ৬১ হাজার ৩শ ৭৪ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
এসময় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফি মোজাম্মেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।