মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বাসচালক গ্রেফতার
-
-
|

শিশু ধর্ষণের দায়ে বাসচালক গ্রেফতার/ছবি: বার্তা২৪.কম
মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আবুল হোসেন (৫০) নামক এক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে জয়রা এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাসচালক আবুল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার সরাফত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইয়াদুর রহমান বার্তা২৪.কম-কে জানান, আবুল হোসেন নিজেকে একজন বাসচালক (ড্রাইভিং লাইসেন্স নেই) হিসেবে দাবি করছেন। তিনি সদর উপজেলার জয়রা এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। পাশের বাড়ির চার বছরের এক শিশুকে কৌশলে ধর্ষণ করেন তিনি।
এরপর ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির মা লিখিতভাবে বিষয়টি থানা পুলিশকে জানালে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত। গ্রেফতার আবুল হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।