মাধবপুরে তিন মাদক পাচারকারী আটক
-
-
|

আটক হওয়া ৩ মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ মার্চ)রাতে উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নম্বর বস্তির মৃত নরেশ পান তাঁতির ছেলে সঞ্জয় পান তাঁতি (২৮), একই এলাকার বিনোদ পান তাঁতির ছেলে বিযুষ পান তাঁতি (৩১) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগানের ফেলুয়া বস্তির অতুল পান তাঁতির ছেলে বিশ্বনাথ পান তাঁতি (২১)।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের তিন সহযোগী পালিয়ে যায়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান- গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তের নিকটবর্তী ১৬ ও ১৭ নম্বর সেকশনের মধ্যবর্তী স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই তিনজনকে আটক করা হয়।
তিনি বলেন- ‘আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’