টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
-
-
|

ছবি: বার্তা২৪.কম
টাঙ্গাইলের বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের সহকারী মাস্টার আব্দুল মান্নান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। পরে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমদাদুল হক জানান, বনলতা এক্সপ্রেস ট্রেনে ওই ব্যক্তি কাটা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।