বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতাদের শ্রদ্ধা
-
-
|

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতারা। ছবি: বার্তা২৪.কম
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতারা।
রোববার (১ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিস্থল ঘুরে দেখেন।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শামসুল আজাদ শীতলসহ দুই শতাধিক ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।