নোয়াখালীতে সিএনজির ধাক্কায় শিক্ষা অফিসার নিহত
-
-
|

শিক্ষা অফিসার জসীম উদ্দীন
নোয়াখালী জেলা শহরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জসীম উদ্দীন সেখ (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসীম উদ্দীন সেখ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদর উপজেলায় ২০১৫ সালের অক্টোবর মাসে যোগদান করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার জানান, জসীম উদ্দীন সেখ সকালে মাইজদী পৌরবাজারে বাজার করতে যান। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে পেছন দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান জসীম উদ্দীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।