গোবিন্দগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
-
-
|

মাদক কারবারি স্বপন মণ্ডল, ছবি: বার্তা২৪.কম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলোচিত মাদক কারবারি স্বপন মণ্ডলকে (২৭) ৫শ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মহিষমুড়ি এলাকা থেকে স্বপনকে আটক করা হয়।
আটককৃত স্বপন মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার মহিষমুড়ি গ্রামের আব্দুস ছালাম মণ্ডলের ছেলে। তিনি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্থানীরা জানায়।
গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে স্বপনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।