নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
-
|

ছবি: প্রতীকী
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্যামল কুমার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের কালিতারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যামল কুমার চৌমুনহী পৌরসভার গণিপুর এলাকার উতেন্দ্র কুমারের ছেলে।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় শ্যামল কুমার চৌমুহনী বাজারের কালিতারা সড়ক দিয়ে হাঁটছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহটির ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।