সিংগাইরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার
-
-
|

ছবি: বার্তা২৪.কম
মানিকগঞ্জের সিংগাইর থেকে আগুনে পোড়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের চর গোলড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বার্তা২৪.কম-কে বলেন, উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।