‘পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ কমে যাবে’
-
-
|

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ/ছবি: বার্তা২৪.কম
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (পিপিএম সেবা) বলেছেন, পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ আরো কমে যাবে। জরুরি সেবা ৯৯৯ খুবই সময়োপযোগী। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরকেও গ্রাম এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নেত্রকোনা কেন্দুয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান প্রমুখ।
এ সময় স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ কেন্দুয়া থানা পরিদর্শন করেন।