গাড়িচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
-
-
|

ছবি: প্রতীকী
গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী রুহুল আমিন সরকার (২৮) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাওতানা মোড় এলাকার ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন সরকার সিরাজগঞ্জ সদর উপজেলার বেওয়ামাড়াং এলাকার আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি উত্তরার ৬ নম্বর সেক্টরে ভাড়া থেকে এলকো ফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।
নাওজোড় মহাসড়ক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান বার্তা২৪.কমকে জানান, নাওতানা জামিয়া আহসানিয়া হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত ভাতিজার কাছে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রুহুল আমিন। কিন্তু গন্তব্যের কাছেই বাস অথবা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সমস্ত শরীর থেঁতলে গেছে। ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।