সেন্টমার্টিনে ট্রলারডুবি, ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার
-
-
|

প্রাণ নিয়ে ফেরার পর কাপড় শোকাচ্ছেন অনেকে, ছবি: বার্তা২৪.কম
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন চ্যানেলে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর মধ্যে ১০ জনের মরদেহ তীরে আনা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সবাই সোমবার ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাইমুল হক এসব তথ্য জানিয়েছেন।