সাতক্ষীরায় দুই ট্রাকের চাপে শ্রমিক নিহত
-
-
|

ছবি: বার্তা২৪.কম
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতের দুই ট্রাকের চাপে দুলাল সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।
ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ী আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে শ্রমিক দুলাল সরকার। এসময় দুই ট্রাকের চাপে পিষ্ট হয়ে সে মারা যায়।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার বলেন, ভারতীয় দুই ট্রাকের চাপে শ্রমিক দুলাল সরকার নিহত হয়েছেন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে।