বরগুনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
-
-
|

প্রতীকী
বরগুনার আমতলীতে পুকুরে ডুবে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কাঠালিয়া গ্রামের রুবেল মীরের ছেলে।
পারিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন।
পরে শিশুটিকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহেকে মৃত্য ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র শীল বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।