সাভারে মদ্যপ অবস্থায় ৭ শিক্ষার্থী আটক
-
-
|

সাভারের মধুমতি মডেল টাউনের জিওন রিসোর্ট
সাভারের একটি রিসোর্ট থেকে ৭ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। এর মধ্যে তিনজন নারী শিক্ষার্থীও রয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের মধুমতি মডেল টাউনের জিওন রিসোর্ট থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই রিসোর্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।