শাহজাদপুরে ৪ ওয়ান শুটারগানসহ আটক ৪
-
-
|
শুটারগান ও কার্তুজসহ আটককৃতরা
সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন- বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামাণিকের ছেলে আসাদুল (৩২), আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের শরীরে তল্লাশি চালিয়ে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নাজমুল হক বলেন, ‘আটক শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে৷ এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক বাকি দুজন তাদের সহযোগী।’