শিবালয়ে ১ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ
-
-
|

জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক মণ জাটকা জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাটকাগুলো জব্দ করা হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বার্তা২৪.কমকে জানান, আইন অমান্য করে শিবালয়ের পদ্মা-যমুনায় জাটকা শিকার করছে কিছু অসাধু জেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এক মণ জাটকা জব্দ করা হয়।
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে মাছ রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান ইউএনও।