নওগাঁয় হেরোইন ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক
-
-
|

আটক মাদক ব্যবসায়ী জুয়েল/ছবি: বার্তা২৪.কম
নওগাঁর মহাদেবপুরে হেরোইন ও ইয়াবাসহ জাকির হোসেন জুয়েল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার লিচুবাগান পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লিচুবাগান পূর্বপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জুয়েল মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জুয়েলের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করা হলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।