কৃষি গবেষণায় বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল স্থাপন
-
-
|

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) নান্দনিক ম্যুরাল স্থাপন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যুরালটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান চত্বরে ম্যুরালটি স্থাপন করা হয়েছে। এর স্থপতি অরুময় বিশ্বাস। শ্বেতপাথর ও গ্রানাইট দিয়ে ম্যুরালটি তৈরি করা হয়েছে।
ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক জনাব ড. মো. আবুল কালাম আযাদ, কাজী এম বদরুদ্দোজা প্রমুখ।