ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
-
-
|

ছবি: বার্তা২৪.কম
গাজীপুরের শ্রীপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ফেরদৌস (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফেরদৌস স্থানীয় শামসুল হকের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, ফেরদৌস নিয়মিতই জুয়া খেলতেন। বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলেছিলেন। সব টাকা হেরে যাওয়ায় বেশ কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ফেরদৌস। এর মধ্যে পাওনাদাররা টাকা দেয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল। টাকা সংগ্রহ করতে না পেরে সকালে গোয়ালঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।