গাজীপুরে লরির ধাক্কায় কলেজছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে সিএনজির পেছনে লরির ধাক্কায় আবুল কাশেম (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর জাজরের মৈরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবুল কাশেম নগরীর বনমালা দত্তপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

তিনি টঙ্গী সরকারি কলেজে অর্নাসে পড়ার পাশাপাশি পার্ট টাইম চাকরি করতেন।

বিজ্ঞাপন

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসূল বার্তা২৪.কম-কে বলেন, জাজর থেকে ধীরাশ্রমগামী যাত্রীবাহী একটি সিএনজির পেছনে ১৪ চাকার লরি (ঢাকা মেট্রো ঢ- ৮১১৫২৫) ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন আবুল কাশেম। পরে তাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় লরিটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। তবে সিএনজিতে অন্য যাত্রী ছিল কিনা, আর কেউ আহত হয়েছে কিনা তা জানাতে পারেনি পুলিশ।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।