মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
-
-
|

মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় , ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারকে (৬৪) গাজীপুর নগরীর কোনাবাড়ীর খোলাপাড়া প্রাইমারি স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) গার্ড অব অনার শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মালেক সরকার এলাকার মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পেশায় একজন ব্যাংকার ছিলেন তিনি।
বীর এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান। তার নেতৃত্বে এই বীরের মরদেহকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।