গাইবান্ধায় দাফনের ৬ দিন পর দুই শিশুর মরদেহ উত্তোলন
-
-
|

গাইবান্ধা জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলদাদপুর গ্রামের মিম আকতার (৬) ও জিহাদ মিয়া (৭) নামের দুই শিশুর মরদেহ দাফনের ছয়দিন পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শিশু দুইটির মরদেহ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় দুই শিশুর মরদেহ উদ্ধার, ৪ দিন পর হত্যা মামলা
নিহত মিম আকতারের পিতা নুরুন্নবী মিয়া জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মিম ও জিহাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয় এবং বিকেলের দিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এটি কোনো অপমৃত্যু নয়। কে বা কারা শিশু দুটিকে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে রেখেছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হয়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বার্তা২৪.কমকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে নুরুন্নবী মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার বিকেলে ওই দুই শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।