ধানের পোকা নিধনে গাজীপুরে ‘পার্চিং উৎসব’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিষ প্রয়োগ ছাড়া প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন পদ্ধতি কৃষকদের শেখাতে গাজীপুরে পার্চিং উৎসব পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলায় বাড়িয়া ইউনিয়নের কেশরিতা ব্লকের দিঘধা গ্রামের কৃষক মো. সুরুজ্জামান মিয়ার বোরো (ব্রি ধান-৮১) ধান ক্ষেতে এই উৎসব পালিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা খামারবাড়ির ক্রপস উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আলীমুজ্জামান মিয়া।

তিনি জানান, পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন করা যায়। জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে। এই পাখিগুলো জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। এতে করে ফসলের উৎপাদন খরচ কমে আর্থিকভাবেও লাভবান হয় কৃষক। আর বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দূষিত হয় না।

বিজ্ঞাপন

উৎসবে কৃষি সম্প্রসারণ অধিদফতরের গাজীপুরের উপ-পরিচালক মো. মাহবুব আলম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা বনানী কর্মকার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।