গাজীপুরে গাড়িচাপায় নারী শ্রমিক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত আফরিন সুলতানার আইডি কার্ড, ছবি: বার্তা২৪.কম

নিহত আফরিন সুলতানার আইডি কার্ড, ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় আফরিন সুলতানা (২৪) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার হরিনহাটি এপেক্স ফুটওয়্যার এলাকার ব্লু-ওশেন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আফরিন সুলতানা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম কালীতলা এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনি স্বামী গোলাম মোস্তফার সঙ্গে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিনহাটি এলাকায় ভাড়া থেকে ব্লু-ওশেন ফুটওয়্যার কারখানায় চাকরি করতেন।

সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বার্তা২৪.কমকে জানান, সকালে কাজ শেষে কারখানা থেকে বের হয়ে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি আফরিন সুলতানাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।