গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের কাশিমপুরে কাভার্ডভ্যান চাপায় রিয়াদ (১০) নামের এক শিশু ভ্যান চালক নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে নরসিংহপুর কোনাবাড়ী সড়কের কশিমপুরের বাগবাড়ি মাদ্রাসা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রিয়াদ কিশোরগঞ্জ জেলার ভৈরবের গুফামারা গ্রামের হাশেম আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে কাশিমপুর থানার উপ-পরিদর্শক মো. মাহবুব বলেন, নিহত শিশু ভ্যানচালক সকালে ভ্যান নিয়ে কাশিমপুরের দিকে যাচ্ছিলো। কশিমপুরের বাগবাড়ি মাদ্রাসা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এসময় ওই শিশু ছিটকে পরে যায়। পরে কাভার্ড ভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়।

বিজ্ঞাপন

কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।