শ্রীমঙ্গলে বাতায়নের পুরস্কার বিতরণ
-
-
|

উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রাদান করা হয়/ছবি: বার্তা২৪.কম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাতায়নের মেধা উৎকর্ষ ও মূল্যায়ন পরীক্ষা ২০১৮ ও ২০১৯ এর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পৌরসভা মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হরিপদ রায় ও সঞ্চালনায় ছিলেন অবিনাশ আচার্য। ২০১৮-১৯ সালে মেধাতালিকায় উত্তীর্ণ ৬২ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রফেসর আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর সাইয়্যিদ মুজিবুর রহমান, অধ্যাপক লুকেশ চন্দ্র দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
বাতায়ন'র উদ্যোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ২০০ শিক্ষার্থী মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে।