মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
-
-
|

ছবি: প্রতীকী
সিলেটের মৌলভীবাজারে প্রাইভেটকারের ধাক্কায় শিল্পী দেবনাথ (৩২) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার কদুপুর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।
নিহত শিল্পী দেবনাথ কদুপুর গ্রামের হরিপদ দেবনাথের স্ত্রী।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় শিল্পী দেবনাথকে একটি প্রাাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।