গাজীপুরে ডাকাত দলের ৫ সদস্য আটক
-
-
|

আটককৃত ডাকাতরা, ছবি: বার্তা২৪.কম
গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ী ধীরাশ্রম রোডের আল আমিন জেনারেল স্টোরের সামনে থেকে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাগিচাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে জয়নাল আবেদীন (২৭), একই জেলার নান্দাইল থানার কচুরী নয়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে ইমরান হোসেন ওরফে ইম্বু (২৫), ছোট দেওড়া কাজীবাড়ী এলাকার মৃত কাশেম আলীর ছেলে ওয়াসিম আলী (২১), গাজীপুরের পূর্ব চান্দনা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে হৃদয় মাহমুদ (২৪) ও একই এলাকার মৃত এরফান আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫)।
আটকের পর তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি স্টিলের চাপাতি, ২টি চাকু, ১টি কাচি ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি ও লুট করে আসছে। জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। উদ্ধার হওয়া আলামত ও আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।