চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুধর্ষণ মামলার আসামি নুরুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

শিশুধর্ষণ মামলার আসামি নুরুল ইসলাম/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি নুরুল ইসলামকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের উত্তর সালনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার নুরুল ইসলাম উত্তর সালনা এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চকলেটের লোভ দেখিয়ে একটি মুদি দোকানের পেছনে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনা পরিবারের লোকদের বললে শিশুকে হত্যার হুমকি দেয় ধর্ষণকারী।

বিজ্ঞাপন

পরে শিশুটির বাবা শনিবার (১১ জানুয়ারি) সকালে গাজীপুর সদর থানায় মামলা (নম্বর ২৫) করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় আসামিকে গ্রেফতারে তাৎক্ষণিক মাঠে নামে র‌্যাব। বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের উত্তর সালনা এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে নুরুল শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সে আরও অনেক শিশুকে নানা কৌশলে ধর্ষণ করত বলেও জানিয়েছে।