গাজীপুরে ইসলাম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে
-
-
|

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে/ছবি: বার্তা২৪.কম
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন নিভে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এখন পর্যন্ত কোনও শ্রমিক নিহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
ইসলাম গার্মেন্টসের শ্রমিক শহিদুল ইসলাম বলেন, কারখানার ৫ম ও ৬ষ্ঠ তলায় প্রায় ১৫০০ শ্রমিক কাজ করছিল। তবে জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতির কারণে বড় ধরনের বিপদ থেকে শ্রমিকরা রক্ষা পেয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত কেউ বলতে পারছে না।
দুপুর ১টা ৩০ মিনিটে ইসলাম গার্মেন্টসের সাততলা ভবনের ষষ্ঠ তলার ফেব্রিকসের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কাশিমপুরের ডিবিএল, কালিয়াকৈর, শ্রীপুর, সাভার ইপিজেডের চারটি ইউনিট যোগ দেয়।
আরও পড়ুন:গাজীপুরে গার্মেন্টসে আগুনের ভয়াবহতা বাড়ছে