গাজীপুরে প্রতারক চক্রের ৭ সদস্য আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

গাজীপুরে প্রতারক চক্রের আটক ৭ সদস্য/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে প্রতারক চক্রের আটক ৭ সদস্য/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে একটি মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। তারা সবাই গাজীপুরের জিরানী বাজার এলাকায় ভাড়া থেকে চাকরি দেওয়ার নাম করে সহজ সরল মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী বাজার সংলগ্ন গাজীপুরের কাশিমপুর থানার গোলাম নবী সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় প্রতারণার শিকার ৪২ জনকে উদ্ধার করে র‌্যাব।

আটকরা হলেন- নিলফামারী জেলার সৈয়দপুর থানার কিসামত ডাঙ্গী গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৭), পিরোজপুর জেলোর সরুপকাঠী থানার কামার কাঠী গ্রামের অরুন দাসের ছেলে নীল রতন দাস (২৩), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার সিতাইকুন্ড গ্রামের মো. মাসুম ফকিরের ছেলে মো. মেহেদী হাসান (২৫), রংপুরের পিরগাছা থানার পূর্ব খামার গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. ফাহিম আহম্মেদ (২০), নিলফামারী সদরের চরচড়া বাড়ী গ্রামের নইফুল ইসলামের ছেলে মো. আ. রাজ্জাক (২৪), গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানার রাতইল গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৮) এবং রংপুর জেলার গঙ্গাচালা থানার আরাজিনিয়ামত গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে মো. নুর ইসলাম স্বপন (৪০)। 

বিজ্ঞাপন

র‌্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, কিছু সুযোগ সন্ধানী অসাধু প্রতারক চক্র বিভিন্ন ফাঁদ যেমন চাকরি দেওয়ার নাম করে জনগণের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছে। অভিযান পরিচালনা করে ৭ প্রতারককে আটকসহ ৪২ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় ৩টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ২টি মাউস, ৩টি কি-বোর্ড, ৮টি মোবাইল সেট, ১০টি বিভিন্ন রেজিস্টার, ১ সিল, ২০টি আইডি কার্ড, ১৭টি ভর্তি ফরম ও ২টি মানি রিসিভ বই জব্দ করা হয়। আটকরা ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকার অধিক আত্মসাৎ করেছে বলেও জানান তিনি।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।