কোলবালিশের ভেতরে গাঁজা, আটক ২
-
-
|
গাঁজা ও ফেনসিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ীরা
বিশেষ অভিযান চালিয়ে কোলবালিশের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ মো. লোকমান শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ। পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. বাবর আলী (২৮) আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আধা ঘণ্টা অভিযান চালিয়ে কালুখালীর দূর্গাপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত লুকমান শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বক্কর শেখের ছেলে এবং বাবর আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালাগাংপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিল ও কোলবালিশের ভেতর থেকে ৪০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
আটককৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস কালুখালী থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।