কুড়িগ্রামে পুনর্বাসনের দাবীতে ভুমিহীনদের মিছিল
-
-
|

কুড়িগ্রামে ভুমিহীনদের পুনর্বাসনের দাবীতে মিছিল
কুড়িগ্রামে ভুমিহীনদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুমিহীনরা।
সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের মোগলবাসা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
এ সময় বক্তব্য রাখেন মোগলবাসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা জাসদের সভাপতি এমদাদুল হক এমদাদ, সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য সাইদুর রহমান, মোগলবাসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি মোঃ নুর ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মাজাহারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ধরলা নদীর ভাঙনে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্থ ভুমিহীন পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নেয়। সম্প্রতি বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড তাদের উচ্ছেদ শুরু করে। এ অবস্থায় ভুমিহীন পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছেন। এসব ভুমিহীন পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনের পর উচ্ছেদের দাবী জানান তারা।