রাষ্ট্রীয় মর্যাদায় হাতীবান্ধায় সূর্য সন্তানকে সমাহিত
-
-
|

রাষ্ট্রীয় মর্যাদায় কোরবান আলীর জানাজা সম্পন্ন/ছবি: বার্তা২৪.কম
রাষ্ট্রীয় মর্যাদায় লালমনিরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার কোরবান আলীকে (৭৫) সমাহিত করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার রাতে নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
উপজেলার গড্ডিমারী গ্রামের বাসিন্দা কোরবান আলী। এছাড়া তিনি গড্ডিমারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সামিউল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধাগনসহ সর্বস্থরের মানুষজন।