পটুয়াখালীতে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করলেন এসপি
-
-
|

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন প্টুয়াখালীর এসপি, ছবি: বার্তা২৪.কম
পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে পটুয়াখালী শহরের লঞ্চঘাট, পুরাতন ফেরিঘাট, হাসপাতাল রোড এবং বেপারি বাড়ি বস্তিতে তিনি কম্বল বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ সদস্যদের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। অসহায় মানুষের শীত নিবারণের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান পুলিশ সুপার।