নওগাঁয় পলিটেকনিক ল্যাবে বিস্ফোরণে দগ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু
-
-
|

আগুনের দগ্ধ মারা যাওয়া শিক্ষার্থী, ছবি: বার্তা২৪.কম
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ শিক্ষার্থীর মধ্যে তৌহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী মারা গেছে। রোববার (২২ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরায়ার্দী।
নিহত তৌহিদুল ইসলাম নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী দগ্ধ
নিহতের বাবা আতাব আলী চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ থেকে তার ছেলের লাশ নিয়ে আসা হচ্ছে এবং আজ দুপুর ২টায় তার নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রবিবার বিকেল ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত হন। তৌহিদসহ ৩জন শিক্ষার্থীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।