মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা চিরকাল বজায় থাকবে: ধর্ম প্রতিমন্ত্রী
-
-
|

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, ছবি: সংগৃহীত
মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। দেশের সাহসী মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আজ আমরা স্বাধীন দেশে বড় বড় পদ-পদবি এবং অবারিত সু্যোগ-সুবিধা ভোগ করছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা চিরকাল বজায় থাকবে।
সোমবার (১৬ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৭১-এর পরাজিত শক্তি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে অভিভাবক শূন্য করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করে দেয়। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশ পরিচালনার নেতৃত্বে এসে বাংলাদেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই বলেও উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণকে স্বাধীনতার প্রকৃত সুফল পাইয়ে দিতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে তিনি নিজ দলের লোকদেরকেও রেহাই দিচ্ছেন না। প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী এ লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এটাই হোক মহান বিজয় দিবসে আমাদের সবার অঙ্গীকার।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার চেয়ারম্যান আহাম্মদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাসির, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম বীরপ্রতীক ও মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদর উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।