নানা বাড়ি যাওয়া হলো না শিশু আরাফাতের
-
-
|

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আরাফাত, ছবি: বার্তা২৪.কম
মায়ের সঙ্গে নানা বাড়ি যাচ্ছিলো চার বছরের শিশু আরাফাত। পথিমধ্যে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্ল্যাহ এসব তথ্য জানান।
তিনি জানান, নিহত আরাফাত চান্দিনা নবাবপুর গ্রামের আশেক আলীর ছেলে। সে কচুয়া উপজেলার মনপুরা সাবেক ইউপি সদস্য ওবায়েদের নাতি।
শিশুটিকে ধাক্কা দেওয়া সুরমা পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।